শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে

মেট্রোরেলের সেই স্টেশন চালু হচ্ছে কাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হতে যাচ্ছে। আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ায় মিরপুর-১০ স্টেশন চালু করা হচ্ছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

ওই সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে পুনরায় চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। মেট্রোরেল চলাচল শুরু হলেও এ দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল চালু করা হয়।

তবে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়। ওই সময় আব্দুর রউফ জানিয়েছিলেন, এ স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী

মেট্রোরেলের সেই স্টেশন চালু হচ্ছে কাল

আপডেট সময় : ০৬:১৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হতে যাচ্ছে। আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হওয়ায় মিরপুর-১০ স্টেশন চালু করা হচ্ছে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। স্টেশনগুলোর টিকিট ভেন্ডিং মেশিন এবং যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

ওই সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে পুনরায় চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। মেট্রোরেল চলাচল শুরু হলেও এ দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল চালু করা হয়।

তবে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়। ওই সময় আব্দুর রউফ জানিয়েছিলেন, এ স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।