শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

সাবেক এমপি হেনরী ও তার স্বামী ৭ দিনের রিমান্ডে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৩৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু’র বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে দুজনকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার বিকেলে র‌্যাব-১২ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে মৌলভীবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও নাজমুল হক জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে হেনরী ও তার স্বামী লাবুকে আদালতে হাজির করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরী দম্পত্তি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি।

এদিকে, হেনরী দম্পত্তিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরী দম্পতির ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি।

এছাড়াও তারা নিজেদের লাইসেন্সকৃত অস্ত্র সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক সময়ে জমা দেয়নি। তবে সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হেনরী দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় আরেকটি অস্ত্র মামলা করেছে পুলিশ।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

সাবেক এমপি হেনরী ও তার স্বামী ৭ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু’র বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে দুজনকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার বিকেলে র‌্যাব-১২ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে মৌলভীবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও নাজমুল হক জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে হেনরী ও তার স্বামী লাবুকে আদালতে হাজির করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরী দম্পত্তি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি।

এদিকে, হেনরী দম্পত্তিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরী দম্পতির ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি।

এছাড়াও তারা নিজেদের লাইসেন্সকৃত অস্ত্র সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক সময়ে জমা দেয়নি। তবে সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হেনরী দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় আরেকটি অস্ত্র মামলা করেছে পুলিশ।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে।