শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা Logo বিজয় দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও কবিতাপাঠ Logo বিজয় দিবসে রাঙামাটি পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সংবর্ধনা Logo সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর Logo চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনে সিসিডিএ’র সক্রিয় অংশগ্রহণ Logo জনস্বাস্থ্যের সুরক্ষায় চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo রাঙামাটি জেলা পুলিশের সাইবার সাফল্য: হারানো ৫০ মোবাইল উদ্ধার, ফিরলো মালিকদের হাতে Logo চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন Logo শিক্ষানুরাগী ও মানবিক সমাজসেবক রফিকুল ইসলাম রনি পেলেন মিজাফ বিজয় সম্মাননা

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘অনেক সময় ঝগড়া হলে দু’জনের মধ্যে সমাধান করা কঠিন হয়ে পড়ে। কারণ আমাদের মধ্যে ইগো এবং ঘৃণা কাজ করে। তাই গ্রাম আদালতে বিচার করা সুবিধাজনক।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ছোটখাটো বিবাদের ফয়সালা এই গ্রাম আদালতে হয়ে থাকে, যা আদালতে মামলার জট কমাতে সহায়তা করে এবং সহজেই বিচার সমাধান সম্ভব হয়।’

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল আমিন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবী জহির রায়হান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘অনেক সময় ঝগড়া হলে দু’জনের মধ্যে সমাধান করা কঠিন হয়ে পড়ে। কারণ আমাদের মধ্যে ইগো এবং ঘৃণা কাজ করে। তাই গ্রাম আদালতে বিচার করা সুবিধাজনক।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ছোটখাটো বিবাদের ফয়সালা এই গ্রাম আদালতে হয়ে থাকে, যা আদালতে মামলার জট কমাতে সহায়তা করে এবং সহজেই বিচার সমাধান সম্ভব হয়।’

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল আমিন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবী জহির রায়হান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।