আকন্দবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় আকন্দবাড়িয়ায় চতুর্থ স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আকন্দবাড়িয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

6উদ্বোধন অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলা কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের মানসিক শক্তি ও শৃঙ্খলা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তরুণদের খেলায় সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

স্বপ্নপূরণ ক্লাবের সভাপতি লিয়াকত হোসেন লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

উদ্বোধনী খেলায় দৌলৎদিয়াড় আরাত স্পোটিং ক্লাব এবং আকন্দবাড়িয়া ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলায় দৌলৎদিয়াড় আরাত স্পোটিং ক্লাব ৩-০ গোলে জয়লাভ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নপূরণ ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি রোকনুজ্জামান রোকন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আকন্দবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি নেতা শরীফ

আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় আকন্দবাড়িয়ায় চতুর্থ স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আকন্দবাড়িয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

6উদ্বোধন অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলা কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের মানসিক শক্তি ও শৃঙ্খলা গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ করে এবং সমাজে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তরুণদের খেলায় সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

স্বপ্নপূরণ ক্লাবের সভাপতি লিয়াকত হোসেন লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

উদ্বোধনী খেলায় দৌলৎদিয়াড় আরাত স্পোটিং ক্লাব এবং আকন্দবাড়িয়া ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলায় দৌলৎদিয়াড় আরাত স্পোটিং ক্লাব ৩-০ গোলে জয়লাভ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নপূরণ ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি রোকনুজ্জামান রোকন।