আলমডাঙ্গা উপজেলার ৪টি মন্দিরের অবকাঠামো উন্নয়নে ঢেউটিন বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সাদা ব্রিজ মোড়ে আক্তার হোসেন জোয়ার্দ্দারের বাড়িস্থ দলীয় কার্যালয় থেকে এ ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভায় আলমডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ মন্দির উন্নয়নে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নিকট ঢেউটিন চেয়ে অনুরোধ করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সাধু খাঁ, আলমডাঙ্গা পৌর কমিটির সভাপতি লিপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পলাশ আচার্য্যর অনুরোধের প্রেক্ষিতে মন্দিরে দ্রুত সময়ের মধ্যে তা প্রদানের প্রতিশ্রুতি দেন শরীফুজ্জামান শরীফ।
গতকাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আলমডাঙ্গা পৌর কমিটির সভাপতি লিপন বিশ্বাসের উপস্থিতিতে পৌর এলাকার ক্যানেলপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, থানাপাড়া শ্রী শ্রী কালী মন্দির, রাধিকাগঞ্জ হরিজন কলোনির শিব মন্দির ও চুমারী শ্রী শ্রী দুর্গা মন্দিরে মোট ৭ বান ঢেউটিন প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগঠনিক সম্পাদক কাজী আলী আজগর সাচ্চু, বিএনপি নেতা আইয়ুব হোসেন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন বিশ্বাস, সহসভাপতি মিলন দাস, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, বাদল মজুমদার, সুধাংশ, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, প্রশান্ত শিহি, রাজ কুমার সাহা, নিমাই রায়, দেবু সরকার, দীপ্তি দে, রতন কুমার বিশ্বাস, লিটন, সুমন হেলা প্রমুখ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে পারব। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন আমাদের সামাজিক দায়িত্বের অংশ। মন্দিরে টিন বিতরণ কর্মসূচি সেই ভ্রাতৃত্বের একটি উদাহরণ। আমি অঙ্গীকার করছি, আলমডাঙ্গাসহ দেশের প্রতিটি অঞ্চলে সকল মানুষের মাঝে একতা ও সৌহার্দ্য বজায় রাখতে আমরা সবসময় পাশে থাকব। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় চুয়াডাঙ্গাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।’