চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ—পরিচালক শারমিন আক্তার।
উদ্বোধনী বক্তব্যে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু বাড়ির আঙিনাই নয়, স্কুল, কলেজ, অফিস, রাস্তাঘাট এবং ড্রেনসহ অন্যান্য স্থাপনাও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব এস এম রেজাউল করিম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার প্রমুখ। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়কে কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন।
পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।’ এছাড়াও তিনি সবাইকে আহ্বান জানান যে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘরের কোণা, ফুলের টব, ড্রেন, এবং যেখানে পানি জমতে পারে, সেসব স্থানে নজর রাখতে হবে, যাতে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়।