সোমবার | ৩ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo ভিপি নূর দিনাজপুরে আগমন সফল করার লক্ষ্যে আলোচনা সভা Logo নির্বাচনকালে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান Logo নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী Logo চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo ভ্যান গাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া। Logo চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শরীফুজ্জামান শরীফ | মাহমুদ হাসান খান বাবু Logo নোবিপ্রবিতে ডিএলএইচসি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo ইবিতে শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মার্কেটিং বিভাগের মানববন্ধন Logo ইবিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর! Logo অশ্লীল ও অসদাচরণের অভিযোগে স্হায়ী বহিষ্কার নোবিপ্রবি কর্মকর্তা।

চুয়াডাঙ্গায় ‘বীর নিবাসে’ দুই দফা চুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের বারিধারা পাড়ায় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বীর মুক্তিযোদ্ধার সরকারি ‘বীর নিবাসে’ দু’দফা চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির জানালার গ্রিল, থাই গ্লাস ও সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এর আগেও বাড়িটিতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ- জানালার গ্রিল, থাইগ্লাস ও বারান্দার রেলিং চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলেন, বাড়িটি কিছুটা ভেতরে হওয়ায় রাতের বেলা চোরচক্র চুরির ঘটনা ঘটালেও কেউ কিছু টের পাইনি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা খাতুন বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, অথচ আজকে আমাদের সরকারি ঘরও নিরাপদ নয়। আমর স্বামীর মৃত্যুর পর শান্তিপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করছি। তখন থেকে বাড়িটি ফাঁকা রয়েছে। গত ২৬ আগস্ট রাতে প্রথমবার চুরি হয়। ২৯ আগস্ট অজ্ঞাতদের আসামি করে থানায় অভিযোগও করেছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে আবার চুরি হতো না।’

মোমেনা খাতুন আরও বলেন, ‘স্থানীয়দের থেকে জেনেছি, বাড়িটি ফাঁকা থাকায় কিছু বাজে ছেলেরা এখানে নেশাদ্রব্য সেবন করে। তারাই এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলে নিশ্চয় চোর ধরা পড়বে এবং চুরির হাত থেকে রেহায় পাবো।’ এসময় তিনি পুলিশ ও প্রশাসনের প্রতি নিরাপত্তার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনেয়ার হোসেন বলেন, ‘থানায় অভিযোগ পেয়েছি, তবে বীর মুক্তিযোদ্ধার বাড়িটি ফাঁকা থাকায় চোরচক্র চুরি সংগঠিত করতে পেরেছে। ঘটনা পর্যবেক্ষণে পুলিশের একটি টিম পাঠানো হবে। বর্তমান পরিস্থিতিতে মামলার নামীয় আসামিদের গ্রেপ্তারে বিঘ্ন ঘটছে। আর এই অভিযোগে কোনো নাম উল্লেখ নেই। তবুও আমরা চোর শনাক্তে চেষ্টা করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভিপি নূর দিনাজপুরে আগমন সফল করার লক্ষ্যে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় ‘বীর নিবাসে’ দুই দফা চুরি

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের বারিধারা পাড়ায় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বীর মুক্তিযোদ্ধার সরকারি ‘বীর নিবাসে’ দু’দফা চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির জানালার গ্রিল, থাই গ্লাস ও সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এর আগেও বাড়িটিতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ- জানালার গ্রিল, থাইগ্লাস ও বারান্দার রেলিং চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলেন, বাড়িটি কিছুটা ভেতরে হওয়ায় রাতের বেলা চোরচক্র চুরির ঘটনা ঘটালেও কেউ কিছু টের পাইনি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা খাতুন বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, অথচ আজকে আমাদের সরকারি ঘরও নিরাপদ নয়। আমর স্বামীর মৃত্যুর পর শান্তিপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করছি। তখন থেকে বাড়িটি ফাঁকা রয়েছে। গত ২৬ আগস্ট রাতে প্রথমবার চুরি হয়। ২৯ আগস্ট অজ্ঞাতদের আসামি করে থানায় অভিযোগও করেছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে আবার চুরি হতো না।’

মোমেনা খাতুন আরও বলেন, ‘স্থানীয়দের থেকে জেনেছি, বাড়িটি ফাঁকা থাকায় কিছু বাজে ছেলেরা এখানে নেশাদ্রব্য সেবন করে। তারাই এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলে নিশ্চয় চোর ধরা পড়বে এবং চুরির হাত থেকে রেহায় পাবো।’ এসময় তিনি পুলিশ ও প্রশাসনের প্রতি নিরাপত্তার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনেয়ার হোসেন বলেন, ‘থানায় অভিযোগ পেয়েছি, তবে বীর মুক্তিযোদ্ধার বাড়িটি ফাঁকা থাকায় চোরচক্র চুরি সংগঠিত করতে পেরেছে। ঘটনা পর্যবেক্ষণে পুলিশের একটি টিম পাঠানো হবে। বর্তমান পরিস্থিতিতে মামলার নামীয় আসামিদের গ্রেপ্তারে বিঘ্ন ঘটছে। আর এই অভিযোগে কোনো নাম উল্লেখ নেই। তবুও আমরা চোর শনাক্তে চেষ্টা করছি।’