শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা Logo বিজয় দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও কবিতাপাঠ Logo বিজয় দিবসে রাঙামাটি পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সংবর্ধনা Logo সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর Logo চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনে সিসিডিএ’র সক্রিয় অংশগ্রহণ Logo জনস্বাস্থ্যের সুরক্ষায় চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo রাঙামাটি জেলা পুলিশের সাইবার সাফল্য: হারানো ৫০ মোবাইল উদ্ধার, ফিরলো মালিকদের হাতে Logo চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন Logo শিক্ষানুরাগী ও মানবিক সমাজসেবক রফিকুল ইসলাম রনি পেলেন মিজাফ বিজয় সম্মাননা

চুয়াডাঙ্গায় ‘বীর নিবাসে’ দুই দফা চুরি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের বারিধারা পাড়ায় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বীর মুক্তিযোদ্ধার সরকারি ‘বীর নিবাসে’ দু’দফা চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির জানালার গ্রিল, থাই গ্লাস ও সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এর আগেও বাড়িটিতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ- জানালার গ্রিল, থাইগ্লাস ও বারান্দার রেলিং চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলেন, বাড়িটি কিছুটা ভেতরে হওয়ায় রাতের বেলা চোরচক্র চুরির ঘটনা ঘটালেও কেউ কিছু টের পাইনি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা খাতুন বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, অথচ আজকে আমাদের সরকারি ঘরও নিরাপদ নয়। আমর স্বামীর মৃত্যুর পর শান্তিপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করছি। তখন থেকে বাড়িটি ফাঁকা রয়েছে। গত ২৬ আগস্ট রাতে প্রথমবার চুরি হয়। ২৯ আগস্ট অজ্ঞাতদের আসামি করে থানায় অভিযোগও করেছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে আবার চুরি হতো না।’

মোমেনা খাতুন আরও বলেন, ‘স্থানীয়দের থেকে জেনেছি, বাড়িটি ফাঁকা থাকায় কিছু বাজে ছেলেরা এখানে নেশাদ্রব্য সেবন করে। তারাই এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলে নিশ্চয় চোর ধরা পড়বে এবং চুরির হাত থেকে রেহায় পাবো।’ এসময় তিনি পুলিশ ও প্রশাসনের প্রতি নিরাপত্তার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনেয়ার হোসেন বলেন, ‘থানায় অভিযোগ পেয়েছি, তবে বীর মুক্তিযোদ্ধার বাড়িটি ফাঁকা থাকায় চোরচক্র চুরি সংগঠিত করতে পেরেছে। ঘটনা পর্যবেক্ষণে পুলিশের একটি টিম পাঠানো হবে। বর্তমান পরিস্থিতিতে মামলার নামীয় আসামিদের গ্রেপ্তারে বিঘ্ন ঘটছে। আর এই অভিযোগে কোনো নাম উল্লেখ নেই। তবুও আমরা চোর শনাক্তে চেষ্টা করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গায় ‘বীর নিবাসে’ দুই দফা চুরি

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের বারিধারা পাড়ায় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বীর মুক্তিযোদ্ধার সরকারি ‘বীর নিবাসে’ দু’দফা চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির জানালার গ্রিল, থাই গ্লাস ও সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয়ভাবে আলোচিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এর আগেও বাড়িটিতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ- জানালার গ্রিল, থাইগ্লাস ও বারান্দার রেলিং চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা বলেন, বাড়িটি কিছুটা ভেতরে হওয়ায় রাতের বেলা চোরচক্র চুরির ঘটনা ঘটালেও কেউ কিছু টের পাইনি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোমেনা খাতুন বলেন, ‘আমার স্বামী দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, অথচ আজকে আমাদের সরকারি ঘরও নিরাপদ নয়। আমর স্বামীর মৃত্যুর পর শান্তিপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করছি। তখন থেকে বাড়িটি ফাঁকা রয়েছে। গত ২৬ আগস্ট রাতে প্রথমবার চুরি হয়। ২৯ আগস্ট অজ্ঞাতদের আসামি করে থানায় অভিযোগও করেছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে আবার চুরি হতো না।’

মোমেনা খাতুন আরও বলেন, ‘স্থানীয়দের থেকে জেনেছি, বাড়িটি ফাঁকা থাকায় কিছু বাজে ছেলেরা এখানে নেশাদ্রব্য সেবন করে। তারাই এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলে নিশ্চয় চোর ধরা পড়বে এবং চুরির হাত থেকে রেহায় পাবো।’ এসময় তিনি পুলিশ ও প্রশাসনের প্রতি নিরাপত্তার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনেয়ার হোসেন বলেন, ‘থানায় অভিযোগ পেয়েছি, তবে বীর মুক্তিযোদ্ধার বাড়িটি ফাঁকা থাকায় চোরচক্র চুরি সংগঠিত করতে পেরেছে। ঘটনা পর্যবেক্ষণে পুলিশের একটি টিম পাঠানো হবে। বর্তমান পরিস্থিতিতে মামলার নামীয় আসামিদের গ্রেপ্তারে বিঘ্ন ঘটছে। আর এই অভিযোগে কোনো নাম উল্লেখ নেই। তবুও আমরা চোর শনাক্তে চেষ্টা করছি।’