সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটিতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দোষিদের বিচারের দাবি জানিয়েছে, সমতলের ছাত্র ও যুবসমাজ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে ৬টি দাবি তুলে ধরেন তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে সহিংসতার ঘটনাগুলোর জাতিসংঘের অধীনে তদন্ত করে বিচার নিশ্চিত করা। ক্ষতিপূরণ দেয়া এবং শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
এসময় বক্তারা এসব ঘটনা দ্রুত বন্ধ করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।