এবার ধানমন্ডি থেকে আনোয়ার হোসেন মঞ্জু আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার ঘটনায় পাঁচটি মামলায় তার নাম রয়েছে।  তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য তিনি।

তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার ধানমন্ডি থেকে আনোয়ার হোসেন মঞ্জু আটক

আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার ঘটনায় পাঁচটি মামলায় তার নাম রয়েছে।  তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য তিনি।

তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।