সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী Logo জীবননগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা Logo খুবিতে মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন  Logo সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার পলাশবাড়ীর গ্রামের বাড়ীতে শোকের মাতম Logo চাঁদপুরে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন, পথচারী ও জনসাধারণের মাঝে স্বস্তি Logo পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন Logo জাকির হোসেন বেপারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা Logo পলাশবাড়ীতে গাছ কর্তন ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে Logo শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার পর সদর হাসপাতাল এলাকা থেকে ওই দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এ ঘটনায় ভুক্তভোগী জামিল হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জামিল হোসেন ডিঙ্গেদাহ শংকরচন্দ্র গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শেকড়াতলা পাড়ার মুনসুর আলীর ছেলে খালিদ হোসেন (৪২) ও গোপিনাথপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে কাইফ (২২)।

ছিনতাই চক্রের হাতে পাড়া ওই যুবক জামিল হোসেন অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার পর নিজের মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা জেলা গণগ্রন্থাগারের পাশের সড়কে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ড্রেগার ধরে নামিয়ে নেন। পরে জামিলের কাছে ১০ লাখ টাকা দাবি করে ওই ছিনতাইকারীরা। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে একটা মেয়ে নিয়ে এসে ভিডিও ধারণ করে রাখে।

পরে মোটরসাইকেল রেখে টাকা নিয়ে আসতে বলে। বিকেলের দিকে কাইফ নামে ওই যুবক জামিলকে ফোন দিয়ে টাকা নিয়ে সদর হাসপাতালের মধ্যে একটি চায়ের দোকানের পাশে যেতে বলে। জামিল সদর হাসপাতালের মধ্যে গেল তাকে গালিগালাজ করতে থাকে ওই ছিনতাইকারী চক্রের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করার চেষ্টা করেন। এসময় কয়েকজন পালিয়ে গেলেও কাইফ ও খালিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মোটরসাইকেল ছিনতাই চক্রের দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) আদালতে প্রেরণ করা হবে। একইসঙ্গে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি

আপডেট সময় : ১২:২০:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার পর সদর হাসপাতাল এলাকা থেকে ওই দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এ ঘটনায় ভুক্তভোগী জামিল হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জামিল হোসেন ডিঙ্গেদাহ শংকরচন্দ্র গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শেকড়াতলা পাড়ার মুনসুর আলীর ছেলে খালিদ হোসেন (৪২) ও গোপিনাথপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে কাইফ (২২)।

ছিনতাই চক্রের হাতে পাড়া ওই যুবক জামিল হোসেন অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার পর নিজের মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা জেলা গণগ্রন্থাগারের পাশের সড়কে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ড্রেগার ধরে নামিয়ে নেন। পরে জামিলের কাছে ১০ লাখ টাকা দাবি করে ওই ছিনতাইকারীরা। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে একটা মেয়ে নিয়ে এসে ভিডিও ধারণ করে রাখে।

পরে মোটরসাইকেল রেখে টাকা নিয়ে আসতে বলে। বিকেলের দিকে কাইফ নামে ওই যুবক জামিলকে ফোন দিয়ে টাকা নিয়ে সদর হাসপাতালের মধ্যে একটি চায়ের দোকানের পাশে যেতে বলে। জামিল সদর হাসপাতালের মধ্যে গেল তাকে গালিগালাজ করতে থাকে ওই ছিনতাইকারী চক্রের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করার চেষ্টা করেন। এসময় কয়েকজন পালিয়ে গেলেও কাইফ ও খালিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মোটরসাইকেল ছিনতাই চক্রের দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) আদালতে প্রেরণ করা হবে। একইসঙ্গে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।