সময়সূচি প্রকাশ করা হলেও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি।
তবে আজ পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলো। পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
পিএসসির দেয়া আগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।






















































