দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এর আগে উত্তাল হয়ে উঠে সারাদেশ। শাহবাগে কারফিউ অপেক্ষা করে জড়ো হয় হাজার হাজার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪

আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এর আগে উত্তাল হয়ে উঠে সারাদেশ। শাহবাগে কারফিউ অপেক্ষা করে জড়ো হয় হাজার হাজার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে।