শিরোনাম :
Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১ Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ডাকেটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড Logo সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo সাতক্ষীরায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত Logo ইবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার Logo চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সভাপতির মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলার প্রথম ইউ‌নিয়‌নে প্রথম ভোট গ্রহণ চল‌ছে ই‌ভিএম এ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০২:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গার সদ‌র উপ‌জেলার নবগ‌ঠিক গড়াইটু‌পি ইউ‌নিয়‌নে সকাল ৯ থে‌কে ক‌ঠোর নীরাপত্তার ম‌ধ্যে চল‌ছে ‘ই‌ভিএম` এ ভোট গ্রহণ। ভোটারা ব‌্যাবক উৎসাহ নি‌য়ে হা‌জির হ‌চ্ছেন ভোট কেন্দ্রে।আজ (২০অ‌ক্টোবর) মঙ্গলবার সকাল ৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ বির‌তিহীন ভা‌বে চল‌বে বি‌কেল ৫ টা পর্যন্ত।

চুয়াডাঙ্গা জেলায় নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়‌নের প্রথম ভোট ‘ই‌ভিএম’ পদ্ধ‌তি‌তে গ্রহণ করা হ‌চ্ছে। একই সা‌থে ই‌ভিএম পদ্ধ‌তি‌তে জেলায় এটায় প্রথম ভোট গ্রহণ হ‌চ্ছে।ই‌ভিএম পদ্ধ‌তি‌তে প্রথম ভোট হওয়ায় ভোটাররা ভোট দি‌তে গি‌য়ে প্রথ‌মে একটু বিভ্রা‌ন্তি‌তে প‌ড়ায় ভোট দি‌তে কিছুটা সময় লাগ‌ছে। ফ‌লে খুবই ধীর গ‌তি‌তে চল‌ছে ভোট গ্রহণ।

ত‌বে ই‌ভিএম এ প্রথম ভোট দি‌য়ে কেন্দ্র থে‌কে বের হ‌ওয়া ভোটাদের বেশ উৎফুল্ল দেখা‌চ্ছে।

তারা জানান, ই‌ভিএম এ ভোট দি‌তে প্রথ‌মে একটু আনইজি লাগ‌লেও ভোট দেওয়ার পর বেশ ভাল লাগ‌ছে। আস‌লে ই‌ভিএম এ ভোট দেওয়া খুবই সহজ।অপর‌দি‌কে, ই‌ভিএম এ ভোট গ্রহণ খুবই ধীর গ‌তি‌তে হওয়ায় দির্ঘ সময় ভোট ক‌ক্ষের বাই‌রে রোদ গর‌মে লাই‌নে দা‌ড়িয়ে থে‌কে বিরক্ত হ‌য়ে ভোট না দি‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে যা‌চ্ছে অ‌নেক ভোটার। এ‌দের ম‌ধ্যে নারী ভোটারই বেশী।

৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ ৩ ঘন্টা পে‌রি‌য়ে গে‌লেও (দুপুর ১২ টায়) অ‌ধিকাংশ ‌কেন্দ্র ভোট গ্রহ‌ণের হার মাত্র ২০ থে‌কে ২২ শতাংশ। ভোট প্রদা‌নের ধীর গ‌তি ও ভোটাররা ভোট না দি‌য়ে কেন্দ্র থে‌কে বা‌ড়ি চ‌লে যাওয়ায় ভোট প্রদা‌নের হার অ‌নেকটা ক‌মে যা‌বে ব‌লে ধারণা কর‌ছে নির্বাচনি পর্যবেক্ষকরা।

মোট ১৬ হাজার ৪৭৪ জন নারী- পুরুষ ভোটার নি‌য়ে নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়ন গ‌ঠিত হয়ে‌ছে। এরমধ্যে পুরুষ ভােটার ৮ হাজার ৩০৫ জন এবং নারী (মহিলা) ভােটার ৮ হাজার ১৬৯ জন ।

আজ (২০অ‌ক্টোবর) মঙ্গলবার সকাল থেকে গােপন কক্ষে ইভিএমের মাধ্যমে পছন্দের প্রার্থীদের ভােট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ভােটাররা। বি‌কেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হ‌লে জানা যা‌বে নবগ‌ঠিত ইউ‌নিয়নবাসী আগামী ৫ বছর তা‌দের সেবা দা‌নের জন‌্য এক জন চেয়ারম‌্যান, তিন জন সংর‌ক্ষিত (ম‌হিলা) সদস‌্য ও ৯ টি সাধারণ ওয়া‌র্ডের দা‌য়িত্ব কা‌দের হা‌তে তু‌লে দি‌লেন। # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলার প্রথম ইউ‌নিয়‌নে প্রথম ভোট গ্রহণ চল‌ছে ই‌ভিএম এ

আপডেট সময় : ০৫:০২:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গার সদ‌র উপ‌জেলার নবগ‌ঠিক গড়াইটু‌পি ইউ‌নিয়‌নে সকাল ৯ থে‌কে ক‌ঠোর নীরাপত্তার ম‌ধ্যে চল‌ছে ‘ই‌ভিএম` এ ভোট গ্রহণ। ভোটারা ব‌্যাবক উৎসাহ নি‌য়ে হা‌জির হ‌চ্ছেন ভোট কেন্দ্রে।আজ (২০অ‌ক্টোবর) মঙ্গলবার সকাল ৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ বির‌তিহীন ভা‌বে চল‌বে বি‌কেল ৫ টা পর্যন্ত।

চুয়াডাঙ্গা জেলায় নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়‌নের প্রথম ভোট ‘ই‌ভিএম’ পদ্ধ‌তি‌তে গ্রহণ করা হ‌চ্ছে। একই সা‌থে ই‌ভিএম পদ্ধ‌তি‌তে জেলায় এটায় প্রথম ভোট গ্রহণ হ‌চ্ছে।ই‌ভিএম পদ্ধ‌তি‌তে প্রথম ভোট হওয়ায় ভোটাররা ভোট দি‌তে গি‌য়ে প্রথ‌মে একটু বিভ্রা‌ন্তি‌তে প‌ড়ায় ভোট দি‌তে কিছুটা সময় লাগ‌ছে। ফ‌লে খুবই ধীর গ‌তি‌তে চল‌ছে ভোট গ্রহণ।

ত‌বে ই‌ভিএম এ প্রথম ভোট দি‌য়ে কেন্দ্র থে‌কে বের হ‌ওয়া ভোটাদের বেশ উৎফুল্ল দেখা‌চ্ছে।

তারা জানান, ই‌ভিএম এ ভোট দি‌তে প্রথ‌মে একটু আনইজি লাগ‌লেও ভোট দেওয়ার পর বেশ ভাল লাগ‌ছে। আস‌লে ই‌ভিএম এ ভোট দেওয়া খুবই সহজ।অপর‌দি‌কে, ই‌ভিএম এ ভোট গ্রহণ খুবই ধীর গ‌তি‌তে হওয়ায় দির্ঘ সময় ভোট ক‌ক্ষের বাই‌রে রোদ গর‌মে লাই‌নে দা‌ড়িয়ে থে‌কে বিরক্ত হ‌য়ে ভোট না দি‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে যা‌চ্ছে অ‌নেক ভোটার। এ‌দের ম‌ধ্যে নারী ভোটারই বেশী।

৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ ৩ ঘন্টা পে‌রি‌য়ে গে‌লেও (দুপুর ১২ টায়) অ‌ধিকাংশ ‌কেন্দ্র ভোট গ্রহ‌ণের হার মাত্র ২০ থে‌কে ২২ শতাংশ। ভোট প্রদা‌নের ধীর গ‌তি ও ভোটাররা ভোট না দি‌য়ে কেন্দ্র থে‌কে বা‌ড়ি চ‌লে যাওয়ায় ভোট প্রদা‌নের হার অ‌নেকটা ক‌মে যা‌বে ব‌লে ধারণা কর‌ছে নির্বাচনি পর্যবেক্ষকরা।

মোট ১৬ হাজার ৪৭৪ জন নারী- পুরুষ ভোটার নি‌য়ে নবগ‌ঠিত গড়াইটু‌পি ইউ‌নিয়ন গ‌ঠিত হয়ে‌ছে। এরমধ্যে পুরুষ ভােটার ৮ হাজার ৩০৫ জন এবং নারী (মহিলা) ভােটার ৮ হাজার ১৬৯ জন ।

আজ (২০অ‌ক্টোবর) মঙ্গলবার সকাল থেকে গােপন কক্ষে ইভিএমের মাধ্যমে পছন্দের প্রার্থীদের ভােট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ভােটাররা। বি‌কেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হ‌লে জানা যা‌বে নবগ‌ঠিত ইউ‌নিয়নবাসী আগামী ৫ বছর তা‌দের সেবা দা‌নের জন‌্য এক জন চেয়ারম‌্যান, তিন জন সংর‌ক্ষিত (ম‌হিলা) সদস‌্য ও ৯ টি সাধারণ ওয়া‌র্ডের দা‌য়িত্ব কা‌দের হা‌তে তু‌লে দি‌লেন। # #