চুয়াডাঙ্গায় কলেজছাত্র জুবাইর হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

0
36

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর কলেজছাত্র জুবাইর মাহমুদ চৌধুরী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরের পর চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা. বজলুর রহমান আসামিদের উপস্থিাতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে মুন্তাজ আলী ও পিতম্বরপুর গ্রামের গোলাম নবী শেখের ছেলে হাসান। এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলায় ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ এপ্রিল সাভার বিপিএটিসি কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র জুবাইর মাহমুদ চুয়াডাঙ্গার স্কুলছাত্রী পিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের টানে জুবাইর চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া গ্রামে এলে তাকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে জুবাইরকে হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় জুবাইর মাহমুদের বাবা নুরুল হক চৌধুরী বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সদর থানার তৎকালিন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী তদন্ত শেষে ৮ জন আসামীর নামে চার্জশিট দাখিল করেন। এ মামলা চলাকালে নজির আহমদ ও হারুন অর রশিদ পলাশ নামে দুই আসামী মারা যান। বাকী ছয় আসামীর মধ্যে মুন্তাজ আলী ও হাসানের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকী চার আসামী আমীর হোসেন, ইমান আলী, নুসরাত জাহান পিয়া ও কবির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।