শিরোনাম :
Logo ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান  Logo সিরাক-বাংলাদেশের উদ্যোগে চাঁদপুরে স্বাস্থ্য সেবা উন্নয়নে স্বাস্থ্যকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত Logo স্টারমারের সফরে ইউরোফাইটার ক্রয় চুক্তিতে নজর তুরস্কের Logo বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিলেন চেক প্রেসিডেন্ট Logo চাঁদপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন! Logo ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন Logo চাঁদপুরে যমুনা প্রিন্টিং হাউজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ! Logo বিদায় বেলায় ৩ শতা‌ধিক শিক্ষার্থীদের খাবার প‌রি‌বেশন কর‌লেন শিক্ষক ঝুমকা রানী দাস। Logo তাড়াশে জমি দখল ও নকশা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ!

ডিসেম্বর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ২২০ জন :বাংলাদেশ মানবাধিকার কমিশ

  • আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জানুয়ারি ২০১৯
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংবাদ  বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন
ডিসেম্বর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ২২০ জন

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে ডিসেম্বর ২০১৮ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ২২০টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। BHRC এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডিসেম্বর ২০১৮ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে ৭ এর অধিক। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৮ সালের ডিসেম্বর মাসে হত্যাকান্ডের শিকার————————-————————- ২২০ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০৫ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা————————-———————————– ৩১ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ————————————————————  ৪৩ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা ————————————————————— ১১ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ১৩ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা  —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৫ জন।
০৬। অপহরণ হত্যা————————-———————————————— ১৩ জন।
০৭। গুপ্ত হত্যা  —————————————————————————- ০৭ জন।
০৮। রহস্যজনক মৃত্যু ———————————————————————– ৬২ জন।
০৯। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০৬ জন।
১০। নির্বাচনী সহিংসতায় ——————————————————————- ২২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত –
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————- ২৩৭ জন।
খ) আত্মহত্যা —————————————————————————-  ১৩ জন।

ডিসেম্বর ২০১৮ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী –
ক) ধর্ষণ————————-——————————————————— ২৫ জন।
খ) যৌন নির্যাতন———————-—————————————————- ০৭ জন।
গ) যৌতুক নির্যাতন———————-————————————————– ০৪ জন।
ঘ) সাংবাদিক নির্যাতন ——————————————————————— ২২ জন।

জাহানারা আক্তার
সহকারী পরিচালক- গবেষণা ও জনসংযোগ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

ডিসেম্বর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ২২০ জন :বাংলাদেশ মানবাধিকার কমিশ

আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জানুয়ারি ২০১৯

নিউজ ডেস্ক:

সংবাদ  বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন
ডিসেম্বর ২০১৮ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ২২০ জন

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে ডিসেম্বর ২০১৮ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ২২০টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। BHRC এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডিসেম্বর ২০১৮ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে ৭ এর অধিক। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব। সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্ধেগ ও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৮ সালের ডিসেম্বর মাসে হত্যাকান্ডের শিকার————————-————————- ২২০ জন।

এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা —————————————————————- ০৫ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা————————-———————————– ৩১ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ————————————————————  ৪৩ জন।
০৪। রাজনৈতিক কারণে হত্যা ————————————————————— ১১ জন।
০৫। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা —————————————————— ১৩ জন।
০৬। বিএসএফ কর্তৃক হত্যা  —————————————————————- ০২ জন।
০৭। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ———————————————————— ০৫ জন।
০৬। অপহরণ হত্যা————————-———————————————— ১৩ জন।
০৭। গুপ্ত হত্যা  —————————————————————————- ০৭ জন।
০৮। রহস্যজনক মৃত্যু ———————————————————————– ৬২ জন।
০৯। ধর্ষণের পর হত্যা ——————————————————————— ০৬ জন।
১০। নির্বাচনী সহিংসতায় ——————————————————————- ২২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত –
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু —————————————————————- ২৩৭ জন।
খ) আত্মহত্যা —————————————————————————-  ১৩ জন।

ডিসেম্বর ২০১৮ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী –
ক) ধর্ষণ————————-——————————————————— ২৫ জন।
খ) যৌন নির্যাতন———————-—————————————————- ০৭ জন।
গ) যৌতুক নির্যাতন———————-————————————————– ০৪ জন।
ঘ) সাংবাদিক নির্যাতন ——————————————————————— ২২ জন।

জাহানারা আক্তার
সহকারী পরিচালক- গবেষণা ও জনসংযোগ