স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু শহর থেকে অয়ন (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। হরিণাকুন্ডু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র অয়ন একই উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের পলাশ মিয়ার ছেলে। অয়নের মামা গোলাম রফিক শুভ জানান, সোমবার বেলা ১১টার দিকে অয়ন স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বিকালের দিকে তাকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া বাসষ্ট্যান্ডে দেখা গেছে। কেও তাকে মিসগাইড করে নিয়ে আসতে পারে বলে পরিবারের আশংকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি ও বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। কেও খোঁজ পেলে পিতা পলাশ মিয়ার ০১৯৯৬১৭৭২৫৩ নাং ও মামা শুভর ০১৭১২৪৮৪০৬২ নাম্বারে জানাতে বলা হয়েছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ