আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু!
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে পটুয়াখালী-ভায়া-ঝিনাইদহ রুটে দুটি নতুন বাস চলাচল বন্ধ ও রয়েল এক্সপ্রেসের ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধের প্রতিবাদে আজ ভোর ৬টা থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গত মঙ্গলবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। এই ধর্মঘটে কোন প্রকার যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাবে না। ভোগান্তিতে পড়বে সাধারণ যাত্রীরা।
জানা যায়, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির চাওয়া চাঁদা পরিশোধ না করার কারণে শহরের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে না দেওয়ায় অনিদ্রিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য এম জেনারেল ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষের উন্নত সেবা দিতে বাংলাদেশ শ্রমিক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি নিয়ে মুজিবনগর-পটুয়াখালি দুটি নতুন বাস চালুর উদ্যোগ নেয় রয়েল এক্সপ্রেস। এর পরিপ্রেক্ষিতে মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও পটুখালি জেলার পরিবহন মালিক শ্রমিক সংগঠনের সাথে নিয়ম অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা করা হয়। অন্যান্য জেলার পরিবহন মালিক সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি না জানালেও ঝিনাইদহের আপত্তির কারণে যাত্রীরা উন্নত সেবা থেকে মাসের পর মাস বঞ্চিত হয়। এদিকে ঝিনাইদহ মালিক সমিতির একগুয়েমীতার বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদকে লিখিত জানায়। যার অনুলিপি সড়ক ও সেতু বিভাগ, নৌ পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, বিভাগীয় কমিশনার ও ডিআইজিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এরপর হঠাৎ ঝিনাইদহ মালিক সমিতির নেতৃবৃন্দ কোনো প্রকার ঘোষনা ছাড়াই সোমবার রাতে মুজিবনগর ঢাকা পথে চলাচলকারি রয়েল এক্সপ্রেসের সকল বাস ফিরিয়ে দেয়। এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো সদুত্তর দেয়নি। এমতাবস্থায় বুধবারের মধ্যে চলমান সমস্যার সমাধান না হলে আগামী ২ আগস্ট (আজ) বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও অভ্যান্তরীন পথে সবধরনের যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।




















































