জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগের ঘটনায়

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
  • ৭২৮ বার পড়া হয়েছে

প্রভাবশালীদের নানা হুমকি : নিয়োগ স্থগিত!
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগকে কেন্দ্র করে প্রভাবশালীদের হুমকীতে নিয়োগ বন্ধ, আইনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে স্বড়যন্ত্রমূলকভাবে আদালতে মামলা হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৬-১৭ অর্থ বছরে পণ্য, মনোহারী ও বিধি এবং লিলেন ধোলাই খাতে ঠিকাদার নিয়োগের জন্য প্রতি অর্থ বছরের ন্যায় চলতি ২০১৬-১৭ অর্থ বছরের ১-৫ নং গঠিত দরপত্র আহবান কমিটির কর্তৃক স্মারক নং ইএইস/জীবন/চুয়া/২০১৭/৬০ তারিখ ২২-০১-২০১৭ মোতাবেক ইং ১৫-০২-১৭ তারিখের মধ্যে শিডিউল ও শর্তাবলী গ্রহন করে ইং ১৯-০২-১৭ তারিখ বেলা সাড়ে ১২ টার মধ্যে ২-৩ নং স্বাস্থ্য কমপ্লেক্স অফিস কক্ষে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র দাখিলের জন্যে গত ইং ২৪-০১-১৭ তারিখে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে জীবননগর উপজেলার ২৭ জন ঠিকাদার এ দরপত্র দাখিল করেন। এসময় জীবননগর বাজারের একজন ব্যবসায়ী ইখতিয়ার রহমান, দরপত্র দাখিল করতে চাইলে অজ্ঞাতনামা কিছু সংখ্যক আতঙ্ক সৃষ্টিকারী ব্যক্তিবর্গ তাকে দরপত্র দাখিল না করার জন্য অজ্ঞাত স্থান থেকে প্রাণনাশের নানাবিধ হুমকি দেয় মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকে পরবর্তীতে আর কোন ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ না দিয়ে পূর্বে যে ঠিকাদার নিয়েছিল সেই ভোগ দখল করছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে, ব্যবসায়ী ইখতিয়ার যে অভিযোগ করে মামলা দায়ের করে ঠিকাদার নিয়োগ বন্ধ করেছে আসলেই তেমন কিছুই না পূর্বে যে ঠিকাদার প্রতিষ্ঠান এই নিয়োগ পেয়েছিল তার সাথে ইখতিয়ারের একটি ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। যে কারনে ইখতিয়ার বাদি হয়ে মামলা করেছে। কি আছে এই হাসপাতালের ঠিকাদার নিয়োগে? এমনটি প্রশ্ন জনসাধারনের। এদিকে ঠিকাদার নিয়োগে শিডিউল কেনা একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন, বর্তমান হাসপাতালে ঠিকাদার হিসাবে আছেন ক্ষমতাশীন দলের এক প্রভাবশালী নেতা তার সাথেই ব্যবসা করেন ইখতিয়ার। সে কারনেই হয়তো ইখতিয়ার এই ঠিকাদার নিয়োগ বন্ধ করার জন্য এ কৌশল অবলম্বন করে মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন। যা উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে যাবে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, জীবননগর হাসপাতাল ঠিকাদার নিয়োগের বিষয়ে মামলা করায় ঠিকাদার নিয়োগটি সাময়িকভাবে স্থগিত আছে। যার ফলে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমেই সমস্ত কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন খাইরুল আলম জানান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগের বিষয়টি আমি যতটুকু জানি এটি আদালতে মামলা চলছে। কোটে মামলা চলা অবস্থায় কোন নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। এই যদি হয় হাসপাতালের অবস্থা তাহলে সাধারণ রোগীরা কি করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগের ঘটনায়

আপডেট সময় : ০৯:০৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮

প্রভাবশালীদের নানা হুমকি : নিয়োগ স্থগিত!
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগকে কেন্দ্র করে প্রভাবশালীদের হুমকীতে নিয়োগ বন্ধ, আইনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে স্বড়যন্ত্রমূলকভাবে আদালতে মামলা হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৬-১৭ অর্থ বছরে পণ্য, মনোহারী ও বিধি এবং লিলেন ধোলাই খাতে ঠিকাদার নিয়োগের জন্য প্রতি অর্থ বছরের ন্যায় চলতি ২০১৬-১৭ অর্থ বছরের ১-৫ নং গঠিত দরপত্র আহবান কমিটির কর্তৃক স্মারক নং ইএইস/জীবন/চুয়া/২০১৭/৬০ তারিখ ২২-০১-২০১৭ মোতাবেক ইং ১৫-০২-১৭ তারিখের মধ্যে শিডিউল ও শর্তাবলী গ্রহন করে ইং ১৯-০২-১৭ তারিখ বেলা সাড়ে ১২ টার মধ্যে ২-৩ নং স্বাস্থ্য কমপ্লেক্স অফিস কক্ষে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র দাখিলের জন্যে গত ইং ২৪-০১-১৭ তারিখে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে জীবননগর উপজেলার ২৭ জন ঠিকাদার এ দরপত্র দাখিল করেন। এসময় জীবননগর বাজারের একজন ব্যবসায়ী ইখতিয়ার রহমান, দরপত্র দাখিল করতে চাইলে অজ্ঞাতনামা কিছু সংখ্যক আতঙ্ক সৃষ্টিকারী ব্যক্তিবর্গ তাকে দরপত্র দাখিল না করার জন্য অজ্ঞাত স্থান থেকে প্রাণনাশের নানাবিধ হুমকি দেয় মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকে পরবর্তীতে আর কোন ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ না দিয়ে পূর্বে যে ঠিকাদার নিয়েছিল সেই ভোগ দখল করছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে, ব্যবসায়ী ইখতিয়ার যে অভিযোগ করে মামলা দায়ের করে ঠিকাদার নিয়োগ বন্ধ করেছে আসলেই তেমন কিছুই না পূর্বে যে ঠিকাদার প্রতিষ্ঠান এই নিয়োগ পেয়েছিল তার সাথে ইখতিয়ারের একটি ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। যে কারনে ইখতিয়ার বাদি হয়ে মামলা করেছে। কি আছে এই হাসপাতালের ঠিকাদার নিয়োগে? এমনটি প্রশ্ন জনসাধারনের। এদিকে ঠিকাদার নিয়োগে শিডিউল কেনা একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করে বলেন, বর্তমান হাসপাতালে ঠিকাদার হিসাবে আছেন ক্ষমতাশীন দলের এক প্রভাবশালী নেতা তার সাথেই ব্যবসা করেন ইখতিয়ার। সে কারনেই হয়তো ইখতিয়ার এই ঠিকাদার নিয়োগ বন্ধ করার জন্য এ কৌশল অবলম্বন করে মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন। যা উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে যাবে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, জীবননগর হাসপাতাল ঠিকাদার নিয়োগের বিষয়ে মামলা করায় ঠিকাদার নিয়োগটি সাময়িকভাবে স্থগিত আছে। যার ফলে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমেই সমস্ত কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন খাইরুল আলম জানান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার নিয়োগের বিষয়টি আমি যতটুকু জানি এটি আদালতে মামলা চলছে। কোটে মামলা চলা অবস্থায় কোন নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। এই যদি হয় হাসপাতালের অবস্থা তাহলে সাধারণ রোগীরা কি করবে।