চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চুরি করতে যেয়ে হাতে নাতে আটক হয়েছে এক নারী। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নারী মেহেরপুর গাংনী উপজেলার শাহারবাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বৃষ্টি (২৫)। জানা যায়, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বারান্দা থেকে রেখা খাতুন নামের এক নারীর আঁচলে বাঁধা টাকা খুলে নেয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে। এসময় বৃষ্টিকে হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে হাসপাতাল কর্তৃপক্ষ বৃষ্টিকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বলেন, মেয়েটার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার শাহারবাটি গ্রামে বলে জানিয়েছে। তারা কয়েকজন মিলে প্রায়ই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চুরি করে। তবে আজ চুরি করার সময় হাতে নাতে আটক হওয়ায় তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।



















































