চুয়াডাঙ্গা প্রতিনিধি:জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের রাস্তার মাঝে নির্মিত বৃটিশ আমলের ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের পথচারীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সড়ক ও ব্রিজ ব্যবহার করে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর, যাদবপুর ও কয়া গ্রামের অন্তত ৯-১০ হাজার মানুষ। তাছাড়া এই গ্রামগুলোর স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়িত ওই রাস্তা দিয়ে জীবননগর শহরের স্কুল কলেজে লেখাপড়ার জন্য যাতায়াত করে। স্থানীয় মতিয়ার রহমান জানান, গত দুই মাস আগে একটি মাটি ভর্তি ট্রাক ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির কিছু অংশ ভেঙ্গে নষ্ট হয়ে যায়। পরে এলাকাবাসী পাশের একটি জমি থেকে মাটি সংগ্রহ করে ব্রিজটির কিছু অংশ মাটি দিয়ে ভরাট করে মেরামত করলেও গত বৃহস্পতিবার রাতে একটি ট্রাক যাওয়ায় ব্রিজটির পুরো অংশটাই ভেঙে পড়ে যায়। ব্রিজটি ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গঙ্গাদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সজিব জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। অনেক সময় আমরা বাগানের ভিতর দিয়ে পানি কাঁদা পার হয়ে স্কুলে যেতে হয়। গঙ্গাদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল হক মিল্টন জানান, গঙ্গাদাশপুরের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ট্রাক, মাইক্রোসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাছাড়া এই সড়কটি দিয়ে তিন গ্রামের মানুষ তাদের গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে জীবননগর শহরে যেতে হয়। এই সড়কের মাঝে ব্রিজটি ভেঙে যাওয়ায় তিন গ্রামের সাধারন মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করতে চরম বিপাকে পড়তে হচ্ছে। এখানে জরুরী ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণ করা একান্ত প্রয়োজন। সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন জানান, গঙ্গাদাশপুর গ্রামে যে ব্রিজ ভেঙে গিয়েছে এটা আমাকে কেউ জানাইনি। তবে বিষয়টি শুনলাম ঘটনাস্থান পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করবো।






















































