মো.ফরিদ উদ্দিন, লামা : বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়ার মাতামুহুরী নদীর শাখা লামাখারের মতি মিয়ার ঘাটে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকালে রুপসীপাড়ার লামা খালের মতি মিয়ার ঘাটে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা লামা থানায় সংবাদ দিলে, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করা হয় ।লাশের ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করা হয়েছে বলে লামা থানার ওসি (তদন্ত) লিয়াকর আলী জানিয়েছেন।
এদিকে লামা রুপসী পাড়ার ইউপি চেয়ারম্যান সাচিং প্রæ জানায়, বেলা সাড়ে বারো টায় পুলিশ লাশ বুঝে নেয়। লাশের বয়স আনুমানিক ৫৫ বৎসর হবে বলে ধারনা করছেন। কোন দিনদু:খি রুজির অন্বেষনে দূর্গম এলাকায় গাছ-বাঁশ আহরণ করতে গিয়ে লামা খালের প্রবল ¯্রােতে ডুবে প্রাণ হারিয়েছে। গত দু’দিনে প্রবল বর্ষণকালে খাল পারাপারের সময় তীব্র ¯্রােতে ডুবে গিয়ে সে প্রাণ হারাতে পারে ধারনা করছেন। তার কোমরে থাকা সাদা রঙের সূতোদ্বারা অনুমান করা যায়, লাশটি ত্রিপুরা উপজাতি হতে পারে বলে চেয়ারম্যান জানান।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ