ঝিনাইদহে লাল রঙের বিষধর সাপের কামড়:কবিরাজের ঝাড় ফুঁকের পর স্কুল ছাত্রীর মৃত্যু !

0
19

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে লাল রঙের বিষধর সাপের কামড়ে মেধাবী ছাত্রী কাকলী খাতুন (১৫) নামে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কাকলীর মৃত্যু হয়। কাকলী সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও সে একই গ্রামের খবির উদ্দীনের মেয়ে। কাকলীর বাবা খবির উদ্দীন জানান, ফজরের নামাজের পর টিনের পাকা ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় লাল রং এর একটি বিষধর সাপ কাকলীকে দংশন করলে কাকলী তার মাকে বিষয়টি জানায়। এরপর কাকলীর পিতা ও মাতা সকালে পাশ^বর্তী ফলিয়া গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে ঝাড় ফুঁক করে। কবিরাজের নিকট চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কাকলীর মৃত্যু হয় বলেও তিনি জানান।