মেহেরপুরে গলাই ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

0
16

ছবি: ফেসবুক থেকে সংগৃহিত

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে নিরব ইসলাম সজিব (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ১১ টার দিকে এ পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। নিহত নিরব ইসলাম সজিব মেহেরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। সে বীজ ব্যবসায়ী সওদাগর হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে সজিব তার পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য দাবি করে আসছিল। গত রবিবার সন্ধ্যায় পুনরায় মোটরসাইকেলের দাবি করে। পরিবারের লোকজন তার দাবি পুরণ না করায় অভিমান করে সোমবার সকালে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মাঝে মাঝে বিভিন্ন ধরণের দাবি তুলে ধরে পারিবারিক কলহ সৃষ্টি করে থাকে বলে স্থানীয়রা জানান।