জীবননগর প্রধান সড়কের পাশেই বসানো হয়েছে প্লান্ট মেশিন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • ৭২৬ বার পড়া হয়েছে

কালো ধোয়াই দূষিত হচ্ছে পরিবেশ: দৃষ্ঠি আকর্ষণ
নিউজ ডেস্ক: জীবননগর মনোহরপুর প্রধান সড়কের পাশেই বসানো হয়েছে প্লান্ট মেশিন, মেশানো হচ্ছে পিচ রাস্তা তৈরির সরঞ্জাম। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে থেকেই জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর-ধোপাখালী সড়কের পিচ রাস্তা সংষ্কার কাজ শুরু হয়েছে। সড়কের কাজ শুরু হওয়ার প্রথম থেকেই বসতবাড়ি ও প্রধান সড়কের পাশেই রাস্তা সংষ্কার কাজের সমস্থ মেশিন পত্র বসানো হয়। পরিবেশ দূষনকারী স্যান্ডেল, টায়ার ও পুরাতন টিউদিয়ে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছে। একই অবস্থা উথলী আখ সেন্টারে। সেখানে একটি বিজিবি ক্যাম্প, বসত ভিটা ও কলেজ থাকা সত্বেও পরিবেশ দূষনকারী কালো ধোয়াই গোটা এলাকা অন্ধকারে পরিণত হয়ে পড়েছে। এটি যেন দেখার কেউ নেই।
এদিকে গতকাল বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেশ কিছু সাধারণ মানুষ রাস্তা সংষ্কার কাজের দায়িত্বরত ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানকে বিষয়টি বললেও তারা কোন কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এ আচারনে সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, মনোহরপুর রাস্তার পাশে প্লান্ট মেশিন বসানো হয়েছে। এটি আর দুই-একদিন থাকবে তারপর রাস্তার কাজ শেষ হয়ে যাবে। শেষ হলেই ওখান থেকে সরিয়ে ফেলা হবে। আর টায়ার ও স্যান্ডেলের যে বিষয়টি এটি তেমন কোন ঘটনা না, এটি অহরহ হয়ে থাকে। এটি খড়ি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এর ধোয়াই শরীরে তেমন কোন ক্ষতি হয় না। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আরিফুল ইসলাম সোনা জানান, বৃষ্টির কারনে রাস্তার কাজটি শেষ করতে একটু দেরি হচ্ছে। আমি গ্রামবাসীকে বলেছি তবে যত দ্রুত কাজ শেষ করে ফেলব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগর প্রধান সড়কের পাশেই বসানো হয়েছে প্লান্ট মেশিন

আপডেট সময় : ১০:৩৭:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

কালো ধোয়াই দূষিত হচ্ছে পরিবেশ: দৃষ্ঠি আকর্ষণ
নিউজ ডেস্ক: জীবননগর মনোহরপুর প্রধান সড়কের পাশেই বসানো হয়েছে প্লান্ট মেশিন, মেশানো হচ্ছে পিচ রাস্তা তৈরির সরঞ্জাম। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে থেকেই জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর-ধোপাখালী সড়কের পিচ রাস্তা সংষ্কার কাজ শুরু হয়েছে। সড়কের কাজ শুরু হওয়ার প্রথম থেকেই বসতবাড়ি ও প্রধান সড়কের পাশেই রাস্তা সংষ্কার কাজের সমস্থ মেশিন পত্র বসানো হয়। পরিবেশ দূষনকারী স্যান্ডেল, টায়ার ও পুরাতন টিউদিয়ে আগুন জ্বালিয়ে পিচ গলানো হচ্ছে। একই অবস্থা উথলী আখ সেন্টারে। সেখানে একটি বিজিবি ক্যাম্প, বসত ভিটা ও কলেজ থাকা সত্বেও পরিবেশ দূষনকারী কালো ধোয়াই গোটা এলাকা অন্ধকারে পরিণত হয়ে পড়েছে। এটি যেন দেখার কেউ নেই।
এদিকে গতকাল বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেশ কিছু সাধারণ মানুষ রাস্তা সংষ্কার কাজের দায়িত্বরত ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানকে বিষয়টি বললেও তারা কোন কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এ আচারনে সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রকৌশলী রোকনুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, মনোহরপুর রাস্তার পাশে প্লান্ট মেশিন বসানো হয়েছে। এটি আর দুই-একদিন থাকবে তারপর রাস্তার কাজ শেষ হয়ে যাবে। শেষ হলেই ওখান থেকে সরিয়ে ফেলা হবে। আর টায়ার ও স্যান্ডেলের যে বিষয়টি এটি তেমন কোন ঘটনা না, এটি অহরহ হয়ে থাকে। এটি খড়ি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এর ধোয়াই শরীরে তেমন কোন ক্ষতি হয় না। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আরিফুল ইসলাম সোনা জানান, বৃষ্টির কারনে রাস্তার কাজটি শেষ করতে একটু দেরি হচ্ছে। আমি গ্রামবাসীকে বলেছি তবে যত দ্রুত কাজ শেষ করে ফেলব।