৩ জন আটক : মূলহোতা ওয়ায়েস কুরুনি টিটোকে খুঁজছে পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর শহরের মোহাম্মদি শপিং কমপ্লেক্সে ওয়ায়েস কুরুনি টিটোর অফিসে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় টিটোকে না পেলেও তার অফিস থেকে তিন লিটার বাংলা মদ উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে টিটোকে পলাতক দেখিয়ে মোট ৪ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আটক তিনজনকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েচে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা রেলপাড়ার রিপন (৪৫), আরামপাড়ার রাজ্জাক (৫০) ও মুক্তিপাড়ার জিয়া (৪৫)।
পুলিশ সুত্র জানায়, চুয়াডাঙ্গার সদর থানার এসআই সুমন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুয়াডাঙ্গা পৌর শহরের মোহাম্মদি শপিং কমপ্লেক্সে ওয়ায়েস কুরুনি টিটো তার অফিস কক্ষে মাদকদ্রব্যসহ কয়েকজন ব্যক্তি নিয়ে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্মকর্তার নিদের্শে শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানকালে চুয়াডাঙ্গার শহরের শান্তি মিয়ার ছেলে ওয়ায়েস কুরুনি টিটোকে আটক করতে না পারলেও উদ্ধার করা হয় তিন লিটার বাংলা মদ। আটক করা হয় রেলপাড়ার মৃত ইছাহাক আলীর ছেলে রিপন, আরামপাড়ার রেজাউল হকের ছেলে রাজ্জাকসহ মুক্তিপাড়ার মৃত আব্দুল করিম শেখের ছেলে জিয়াকে। এসময় উক্ত অফিস রুম থেকে তিনটি প্লাস্টিকের বোতলে রাখা তিন লিটার বাংলা মদ উদ্ধর করে পুলিশ। পরে টিটোকে পলাতক দেখিয়ে মোট ৪ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আটক তিনজনকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।