নিজস্ব প্রতিদেক, ঝিনাইদহঃ টাকার বিনিময়ে হত্যা ও ব্যাংক থেকে টাকা ছিনতাই মামলার আসামীকে যুবলীগের ৪ নং ওয়ার্ডের আহবায়ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবু জোয়ারদার শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযাগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিনাইদহ জেলা যুবলীগ কমিটির আদেশ উপেক্ষা করে ব্যাকডেটে এই কমিটি করা হয়েছে। কমিটিতে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রুহুল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামী ও পুবালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ছিনতাই মামলার (মামলা নং জিআর ১৮৮/১৬) চার্জসিট ভুক্ত আসামী হামদহ খোন্দকার পাড়ার আব্দুস সাত্তারকে আহবায়ক করা হয়েছে। লিখিত অভিযোগে বাবু জোয়ারদার উলেখ করেন, আওয়ামীলীগকে বিতর্কিত করতে একটি মহল এই ন্যক্কার জনক কাজ করেছে। তিনি জানান, ২০১৩ সালে ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সেই কমিটির আমি সাধারণ সম্পাদক। অথচ নতুন কমিটি গঠনের সময় আমাকে বা সভাপতি লিমন বিশ্বাসকে জানানো হয়নি, যা গঠনতন্ত্র বিরোধী। ৫০ হাজার টাকার বিনিময়ে হত্যা ও টাকা ছিনতাই মামলার আসামীকে যুবলীগের নেতৃত্ব দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।



















































