জীবননগর আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশন আবারো বন্ধ
নিউজ ডেস্ক:: জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনটি জনবল সংকট দেখিয়ে আবারো বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ট্রেনযাত্রী সাধারনের সীমাহীন দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। স্টেশনটি ঘনঘন বন্ধ করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারী সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনের সকল স্বাভাবিক কার্যক্রম চালু হয়। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে মিন্টু রায় যোগদান করেন। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী সারা বাংলাদেশে একযোগে নরসিংদী জেলার ঘোড়াশাল থেকে ৩২টি রেলস্টেশন আনুষ্ঠানিকভাবে চালু করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী মজিবুল হক। চলতি বছরের ৫ জুলাই আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনটির সকল স্বাভাবিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ হয়।
মেইল লাইন দিয়ে ট্রেন চলাচল করায় সকল যাত্রীসাধারণসহ শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধা, নারী-পুরুষ, অসুস্থ রোগী ও প্রসূতী মা ট্রেনে উঠানামা করতে গিয়ে প্রতিনিয়িত চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। যার ফলে ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটছে ছোট-বড় অসংখ্য দূর্ঘটনা। অনেকেই দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত বা জখম ও পঙ্গুত্ববরণ করে অভিশপ্ত জীবনযাপন করছেন। বাংলাদেশ রেলওয়ে ডিটিও বিভাগীয় পরিবহন কর্মকর্তা পাকশী আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশ পেয়ে স্টেশন মাস্টার মিন্টু রায় আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করে রাজবাড়ীর কালুখালী রেলস্টেশনে যোগদান করেন।
এব্যাপারে বিভাগীয় পরিবহন কর্মকর্তা পাকশী আব্দুল্লাহ আল-মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনটি চালু বা বন্ধ চিরস্থায়ী নয়। এটি লোকবল সংকটের কারনে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই স্টেশনটি দ্রুত চালু করা হবে। তিনি আরো বলেন, এই বিভাগে মোট ১১৩টি রেলওয়ে স্টেশন আছে। এর মধ্যে ৪২টি স্টেশন পূর্বে বন্ধ ঘোষণা করা হয়। আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনটি ৪৩তম স্থানে রয়েছে। গত ৫ জুলাই ২০১৮ ইং তারিখে হঠাৎ করে আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনটির সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ায় জন দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এ স্টেশনটি থেকে প্রতিনিয়ত যাতায়াতকারী ৬টি ইউনিয়নের হাজার হাজার ট্রেনযাত্রী ঢাকা, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য-চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমনের জন্য একমাত্র রেলপথ নির্ভরশীল। এই স্টেশনটির সকল কর্মকর্তা-কর্মচারী সংকট কাটিয়ে পুনরায় স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলমন্ত্রী মজিবুল হক, রেলপথ মন্ত্রণালয়ের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, বাংলাদেশ রেলওয়ের মন্ত্রণালয়ের মহা পরিচালক আমজাদ হোসেন ও পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের আশু হস্তক্ষেপ কামনাসহ সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশন রক্ষা ও উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে একাধিকবার রেলপথ অবরোধ করে হাজার হাজার জনতার স্বাক্ষরিত স্বারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে এলাকাবাসী দীর্ঘদিনের প্রাণের দাবী রেল স্টেশনটি আধুনিকায়নসহ পূর্ণাঙ্গ রূপে চালু করার দাবি জানান।