নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে নান্দাইল উপজেলা একটি স্কুলের নির্মানাধীন ফটকের ওপর থেকে পড়ে এমদাদুল হক (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে গয়েশপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। শুক্রবার মুশুলী ইউনিয়নের ফরিদাকান্দা এলাকার এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, এমদাদ একজন ঠিকাদারের হয়ে কয়েক দিন ধরে স্থানীয় ফরিদাকান্দা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ফটকের কাজ করছিল। শুক্রবার সে নির্মাণাধীন ফটকের ওপরে উঠে পলেস্তারা কাজ করার সময় পা পিছলে নিচে রড়ের ওপর পড়ে যায়। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নান্দাইল মডেল থানার পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
বুধবার
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ