নিউজ ডেস্ক: ঝিনাইদহ মহেশপুরের পুরন্দপুর মাঠে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নুরুল ইসলাম ওরফে নুরু (৪৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১ রাউন্ড গুলি, হাসুয়া ও গাছ কাটা করাত উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরু যশোরের চৌগাছা উপজেলার বন্নী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে।
ঝিনাইদহ কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, আড়াইটার দিকে মহেশপুরের টহল পুলিশ খালিশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে পৌছালে তারা দেখতে পাই সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নরু নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
নিহত ডাকাত সর্দার নুরুর বিরুদ্ধে মহেশপুর, চৌগাছা ও জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।