নগদ টাকাসহ স্বর্ণের গহনা ও মোবাইল ফোন লুট!
নিউজ ডেস্ক: আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে রাত জুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ২ হাজার ২শ’ টাকা মোবাইল ফোন, স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করে। জানা গেছে, আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে বজলু, আনসার মন্ডলের ছেলে বেল্টু ও শের আলীর ছেলে জাহিদের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাত হামলা চালায়। তাদের কাছে কোন জিনিস কিংবা মোটা অংকের টাকা না পাওয়ায় ২ হাজার ২শ’ টাকা, মোবাইল ফোন, চার্জার লাইট নিয়ে যায়।
এব্যাপারে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের আইসি ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে আমি ১টা পর্যন্ত বলেশ্বরপুর গ্রামে ডিউটিরত ছিলাম। বিভিন্ন এলাকা টহল দিয়ে ভোরে ক্যাম্পে এসে ঘুমিয়ে পড়লে সকালে ফোনে জানতে পারি ডাকাতির ঘটনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, এরা কোন ডাকাত দলের সাথে সম্পৃক্ত নেই। চোর চক্রের মাধ্যমে এটি ঘটতে পারে।
বুধবার
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ