বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

দর্শনায় দু:সাহসীক চুরি অব্যাহত : দোতালা ভবনের গ্রীল কেটে মোটরসাইকেল চুরি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

আতঙ্কিত দর্শনাবাসী: চোরচক্রকে সনাক্ত করতে পারছে না পুলিশ
নিউজ ডেস্ক: দর্শনায় দু:সাহসীক চুরি অব্যাহত রয়েছে। দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গা কলেজপাড়ায় এক বাড়িতে দোতালা ভবনের গ্রীল কেটে সিড়ি ঘর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, দর্শনা সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গা কলেজপাড়ার স্থায়ী বাসিন্দা। গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে তার বাড়িতে এক দল চোর চক্র হানা দেয়। এসময় দোতালা ভবনের সামনের দিকে সিড়ি ঘরের পকেট দরজার তালা ভেঙ্গে নিচে সিড়ি ঘরে থাকা একটি লাল রং’র হোন্ডা টিগার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। যার রেজিষ্টেশন নং- চুয়া-ল-১১-১৮৮১ ও ইনজিন নং-কেসি ১৯ই৮০০৯৪২৩৫। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানায় মোটরসাইকেল মালিক।
এবিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী জানান, চুরির ঘটনা সঠিক। আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে মোটরসাইকেল মালিক। এদিকে এ ধরনের দু:সাহসীক চুরির ঘটনাসহ ছোটখাট চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত দর্শনাবাসী। কোনভাবেই যেন চোর চক্রকে সনাক্ত করতে পারছে না পুলিশ।
উল্লেখ্য, কয়েক মাসের মধ্যে যেসকল চুরির ঘটনা ঘটেছে মাস ছয়েক আগে দর্শনা পৌর এলাকার দর্শনা বাসস্ট্যান্ড সিএন্ডবিপাড়ার সিপি গোডাউনের পিছনে সেনা সদস্যর বাড়িতে, এরপর মাস্টারপাড়ার সদর আলী মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ব্রিটিশ টোবাকো কোং এজেন্ট দেশ ট্রেড লিংক অফিসের লকার থেকে সাড়ে ১৩ লাখ টাকা, দর্শনা মোহাম্মদপুরের চাতালের নিকট মুকুলের বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইস্পাহানী কোং অফিস থেকে প্রায় দেড় লাখ টাকা, দর্শনা মাস্টারপাড়ার কেরুজ ডিষ্টিলারী বিভাগের এজেন্ট রশিদের বাড়ির মালামাল লুট ও দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের মিকাইল মবেল সেন্টারের সার্টারের তালার বোল্ট ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, দর্শনা বাসস্ট্যান্ড খামারপাড়ার মারুফের বাসায় চুরি সর্বশেষ ঘুঘুডাঙ্গা কলেজপাড়ায় ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমানের মোটর সাইকেল চুরি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

দর্শনায় দু:সাহসীক চুরি অব্যাহত : দোতালা ভবনের গ্রীল কেটে মোটরসাইকেল চুরি

আপডেট সময় : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮

আতঙ্কিত দর্শনাবাসী: চোরচক্রকে সনাক্ত করতে পারছে না পুলিশ
নিউজ ডেস্ক: দর্শনায় দু:সাহসীক চুরি অব্যাহত রয়েছে। দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গা কলেজপাড়ায় এক বাড়িতে দোতালা ভবনের গ্রীল কেটে সিড়ি ঘর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, দর্শনা সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গা কলেজপাড়ার স্থায়ী বাসিন্দা। গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে তার বাড়িতে এক দল চোর চক্র হানা দেয়। এসময় দোতালা ভবনের সামনের দিকে সিড়ি ঘরের পকেট দরজার তালা ভেঙ্গে নিচে সিড়ি ঘরে থাকা একটি লাল রং’র হোন্ডা টিগার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র। যার রেজিষ্টেশন নং- চুয়া-ল-১১-১৮৮১ ও ইনজিন নং-কেসি ১৯ই৮০০৯৪২৩৫। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানায় মোটরসাইকেল মালিক।
এবিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী জানান, চুরির ঘটনা সঠিক। আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে মোটরসাইকেল মালিক। এদিকে এ ধরনের দু:সাহসীক চুরির ঘটনাসহ ছোটখাট চুরির ধারাবাহিকতায় আতঙ্কিত দর্শনাবাসী। কোনভাবেই যেন চোর চক্রকে সনাক্ত করতে পারছে না পুলিশ।
উল্লেখ্য, কয়েক মাসের মধ্যে যেসকল চুরির ঘটনা ঘটেছে মাস ছয়েক আগে দর্শনা পৌর এলাকার দর্শনা বাসস্ট্যান্ড সিএন্ডবিপাড়ার সিপি গোডাউনের পিছনে সেনা সদস্যর বাড়িতে, এরপর মাস্টারপাড়ার সদর আলী মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ব্রিটিশ টোবাকো কোং এজেন্ট দেশ ট্রেড লিংক অফিসের লকার থেকে সাড়ে ১৩ লাখ টাকা, দর্শনা মোহাম্মদপুরের চাতালের নিকট মুকুলের বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইস্পাহানী কোং অফিস থেকে প্রায় দেড় লাখ টাকা, দর্শনা মাস্টারপাড়ার কেরুজ ডিষ্টিলারী বিভাগের এজেন্ট রশিদের বাড়ির মালামাল লুট ও দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কের মিকাইল মবেল সেন্টারের সার্টারের তালার বোল্ট ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, দর্শনা বাসস্ট্যান্ড খামারপাড়ার মারুফের বাসায় চুরি সর্বশেষ ঘুঘুডাঙ্গা কলেজপাড়ায় ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমানের মোটর সাইকেল চুরি।