নিজস্ব সংবাদাতা, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-ভাইটবাজার এলাকার মৃত রঞ্জিতের ছেলে সাগর (৩৫) ও মৃত হরিপদ দাসের ছেলে প্রদীপ দাস (৪১)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভাটই বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে অভিযান চালিয়ে ৬’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আদালত বসিয়ে প্রদীপ দাসকে ১ বছরের ও সাগরকে ৭ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, জি.এম শহীদুল ইসলাম, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।
মঙ্গলবার
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ