মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের গুরুদাসপুরে রবিবার (৮ই জুলাই) সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়ীয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকার মহাসড়কের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দ্রুতগতির গাড়ির নিচে পড়ে লোকটি মারা গেছে।
লাশ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পরে জানা যাবে বলেও জানানো হয়েছে।


















































