শিরোনাম :
Logo চাঁদপুরে সরকারি নিবন্ধন পেল প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা Logo চাঁদপুর এলজিইডির তত্ত্বাবধানে ৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ইসলামপুর সেতু অবহেলিত মানুষের স্বপ্নের প্রতীক Logo বিশ্ব হাতি দিবস: শেরপুরে দ্বন্দ্বে মরছে মানুষ ও হাতি Logo তিনশ’ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ Logo ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া Logo সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবল শুরু ৩ সেপ্টেম্বর Logo বন্যার কারণে মেক্সিকো বিমানবন্দরের কার্যক্রম স্থগিত Logo তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯ Logo ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে দেয়ালিকা কর্মসূচি Logo সিরাজগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

লামায় ব্রীজ ভেঙ্গে সরই’র সাথে লোহাগাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৫:০৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৭৩৬ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) থেকে মো.ফরিদ উদ্দিন: লোহাগাড়ার সাথে লামা সরই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গতকাল মঙ্গলবার লামা উপজেলার সরই ইউানয়নে হাসনা ভিটা এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ী ঢলে ব্রীজ ভেঙ্গে এ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সংযোগ সড়ক সরই’র সাথে লোহাগাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আভ্যন্তরীণ সড়ক ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জন সাধারনের।

স্থানীয় সূত্র জানায়,টানা দুইদিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে সরই খালে পানি বেড়ে যাওয়ায় হাসনাভিটা নামক এলাকায় হাসনা ভিটাব্রীজের দুইপাশের মাটি সরে ব্রীজটি ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ব্রীজের দুই পাশে আটকে পড়ে ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ অনেক যানবাহন। উভয় পাশে যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তী পোঁহাচ্ছে যাত্রী ও জনসাধারন।
সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম জানান, অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে ব্রীজটি ভেঙ্গে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে জনসাধারনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

অপরদিকে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, রুপসীপাড়া বাজার হতে মংপ্রুপাড়ার নিয়মিত যাতায়াতের ব্রীকসলিং রাস্তা বর্ষার পানিতে সম্পুর্ণ নষ্ট হয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।
এব্যাপারে প্রকৌশলী মোবারক হোসেন জানান,অতি বৃষ্টির কারনে যেসব স্থানে ব্রীজ,কালভার্ট,রাস্থাঘাট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন রয়েছে তা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার নূর- এ-জান্নাত রুমি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে সরকারি নিবন্ধন পেল প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা

লামায় ব্রীজ ভেঙ্গে সরই’র সাথে লোহাগাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:৫৫:০৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮

লামা (বান্দরবান) থেকে মো.ফরিদ উদ্দিন: লোহাগাড়ার সাথে লামা সরই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গতকাল মঙ্গলবার লামা উপজেলার সরই ইউানয়নে হাসনা ভিটা এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ী ঢলে ব্রীজ ভেঙ্গে এ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সংযোগ সড়ক সরই’র সাথে লোহাগাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আভ্যন্তরীণ সড়ক ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জন সাধারনের।

স্থানীয় সূত্র জানায়,টানা দুইদিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে সরই খালে পানি বেড়ে যাওয়ায় হাসনাভিটা নামক এলাকায় হাসনা ভিটাব্রীজের দুইপাশের মাটি সরে ব্রীজটি ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ব্রীজের দুই পাশে আটকে পড়ে ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ অনেক যানবাহন। উভয় পাশে যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তী পোঁহাচ্ছে যাত্রী ও জনসাধারন।
সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম জানান, অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে ব্রীজটি ভেঙ্গে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে জনসাধারনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

অপরদিকে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, রুপসীপাড়া বাজার হতে মংপ্রুপাড়ার নিয়মিত যাতায়াতের ব্রীকসলিং রাস্তা বর্ষার পানিতে সম্পুর্ণ নষ্ট হয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।
এব্যাপারে প্রকৌশলী মোবারক হোসেন জানান,অতি বৃষ্টির কারনে যেসব স্থানে ব্রীজ,কালভার্ট,রাস্থাঘাট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন রয়েছে তা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার নূর- এ-জান্নাত রুমি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।