মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার যতারপুর বাজারে পৃথক দুটি দোকানে মেয়াদ উক্তীর্ণ ঔষধ রাখা ও বিনা লাইসেন্সে দোকানে বিভিন্ন মালামাল বিক্রি করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে আজ দুপুরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলার যতারপুরে আখতার আলীর ছেলে হাসেম আলীর ঔষধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের সদস্যরা। এসময় সেখানে বেশি কিছু মেয়াদ উক্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে তার নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে একই সময়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিদুল ইসলামের নেতৃত্বে যতারপুরে আলাউদ্দীনের ছেলে সেলিম রেজার দোকানে অভিযান চালানো হয়। ঐ দোকানে বিনা লাইসেন্সে কিটনাশক থেকে শুরু করে খাবার জিনিস নিত্য প্রয়োজনীয় সব মালামাল বিক্রয় করে। এই অপরাধে তার নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাকে সতর্ক করে দেওয়া হয়।
মঙ্গলবার
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ