মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১শ’ বোতল ফেন্সিডিল সহ ইব্রাহীম হোসেন ইব্রা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার বাওট বাজারের বকুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আকুবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী ইব্রাহীম হোসেন ইব্রা ফেন্সিডিল পাচার করার জন্য বাওট বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থাকা পাটের বস্তার ভিতর ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, ইব্রাহীম হোসেন ইব্রা’র নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার নামে ৪টি মামলা আছে থানায়।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ