চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদের উপর হামলার ঘটনায়
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় অভিযানকালে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় এজহারভূক্ত অপর আসামী জনি (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সদর ফাঁড়ির টিএসআই মহিদুর রহমান রেলবাজার সংলগ্ন কানা সফিকুলের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জনি চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায়, গতবছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ চুয়াডাঙ্গা ফার্মপাড়া-হকপাড়ায় নারী ঘটিত বিবাদের জের ধরে দফায় দফায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের টহল পার্টির উপর হামলা চালিয়ে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ওহিদকে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন দেশীয় অস্ত্রসহ মূল আক্রমণকারী চুয়াডাঙ্গা ফার্মপাড়া-হকপাড়া এলাকার বুদো’র ছেলে মিন্টুকে (৩২) আটক করে পুলিশ।
এ ঘটনার অর্ধবছর পর গতকাল দুপুর ২টার দিকে সদর ফাঁড়ির টিএসআই মহিদুর রহমান গোপন সংবাদ পেয়ে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্টেশন সংলগ্ন কানা সফিকুলের চায়ের দোকান থেকে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ওহিদকে মারাত্মক জখম করার ঘটনার এজহারভূক্ত আরো এক আসামী জনিকে আটক করে।