দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার : আটক ৩
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানা পুলিশ গাঁজা ইয়াবাসহ অন্যান্য মামলার ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- আমিনুল ইসলাম ওরফে বুদো (৩৫), রাজু আহাম্মেদ (২৪) ও আরিফুল ইসলাম (১৯)। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে এদেরকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার চন্ডিপুর গ্রামের ইসলামের ছেলে আমিনুল ইসলাম বুদোকে চন্ডিপুর বাজার থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। একইদিন সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জামসেদ আলীর ছেলে আরিফুল ইসলামকে আটক করে।
এর আগে বুধবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার এস আই উত্তম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা কেরুজ ফুটবল মাঠ এলাকা থেকে দর্শনা কেরুজ কোয়ার্টারের আবু তাহেরের ছেলে রাজু আহাম্মেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিচ ইয়াবা উদ্ধার করে।
মঙ্গলবার
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ