এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের ১ টি ক্লিনিকে স্বামীর নির্যাতনের স্বিকার হয়ে স্ত্রীর গর্ভে থাকা সন্তান মৃত অবস্থায় প্রসব করে।
কাহারোল উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মুজাহার আলী ২২ জুন শুক্রবার জানায়, ঠাকুরগাও জেলা সদরের নারগুন গ্রামের শাজাহান আলীর পুত্র বিনু মোহাম্মদের নিকট গত ২০১৭ সালে ২ লক্ষ ৭৫ হাজার ৯শত ৯৯ টাকা দেনমহর ধার্য্য করে ১ লক্ষ ৮০হাজার টাকা যৌতুক দিয়ে তার কন্যা টুম্পা বেগমের বিয়ে হয়। বিয়ের পর হতে আরো বেশী যৌতুকের দাবীতে স্বামী বিনু ও শশুর শাজাহান আলী তাকে শারিরিক নির্যাতন করে। সন্তান সম্ভবা টুম্পা বেগমের গর্ভে ৫ মাসের সন্তান থাকা অবস্থায় গত ২০ জুন বুধবার পুনরায় তাকে মারধর শুরু করে। এসময় টুম্পার পেটে লাথি দিলে টুম্পা জ্ঞান হারিয়ে ফেলে।
টুম্পার পিতা মুজাহার আলী ২১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ পেয়ে, জামাই বিনুর বাড়ীতে গিয়ে অসুস্থ টুম্পা বেগমকে উদ্ধার করে নিয়ে এসে বীরগঞ্জ পৌর শহরের সিটি ক্লিনিকে ভর্তি করে। এসময় একটি মৃত পুত্র সন্তান প্রসব করে।
এঘটনায় মুজাহার আলী ন্যায় বিচারের স্বার্থে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।
রবিবার
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ