শিরোনাম :
Logo জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা Logo দৈনিক কালের কন্ঠের সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ! Logo গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি Logo ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি Logo খুবির আবাসন সংকট ও ক্যাম্পাস সম্প্রসারণ নিরসনে বাধা গল্লামারী মৎস্য খামার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সাধারণ সম্পাদক রিদয় Logo ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৯৩ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও নগদ সহায়তা প্রদান Logo সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ Logo আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি

মেহেরপুরে পুলিশের সোর্স’র বিরুদ্ধে স্কুল ছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা, ১৯শে জুন মেহেরপুর: মেহেরপুর জেলা শহরের তাঁতি পাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকার পুলিশের সোর্স হিসেবে পরিচিত দাউদ হোসেনের বিরুদ্ধে এ ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে নির্যাতিত মেয়েটির অভিযোগ।
অভিযুক্ত দাউদ হোসেন একই পাড়ার কাসেদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মারামারি ও চুরি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে।
ধর্ষিত মেয়েটি তাঁতি পাড়া মহিলা দাখিল মাদ্রাসার ৩য় শেণীর ছাত্রী। বাড়ি শহরের তাঁতিপাড়ায়।
এদিকে এঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তাঁতি পাড়া। ধর্ষক দাউদের বিচারের দাবীতে বিক্ষোভ করছে এলাকাবাসীরা। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় ধর্ষন মামলা হয়েছে।
জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় মেয়েটি তাঁর বড় চাচা জাহাঙ্গীরের বাড়িতে ঘুমানোর জন্য বাড়ি থেকে বের হয়। এসময় পূর্বপরিকল্পিত ভাবে প্রতিবেশি দাউদ হোসেন তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দিলে মেয়েটি তার বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। এসময় মেয়েটির মা-সহ পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তখন মেয়িটি ঘটনা খুলে বলে। এসময় মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয়। পরে তারা স্থানীয় ৩ ও ৪ নম্বর কাউন্সিলরদের মাধ্যমে মেয়েটিকে নিয়ে সদর থানায় হাজির হয় পরিবারের লোকজন।
ধর্ষিতা মেয়েটি জানায়, প্রতিবেশী দাউদ তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সারারাত ধরে ধর্ষণ শেষে সকালে ফেলে রেখে পালিয়ে যায়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দাউদ হোসেনের পরিবারের লোকজনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার নিরীহ তরুণ যুবকদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে মোটা অংকের বানিজ্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে অভিযুক্ত ধর্ষক দাউদের বাড়ির লোকজন ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে।
স্থানীয় কাউন্সিলর শাকিল রাব্বি জানান, অভিযুক্ত দাউদের বিচার দাবিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত দাউদ দুষ্টু প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে মারামারি, চুরিসহ কয়েকটি মামলা রয়েছে। কোন পুলিশ কর্মকর্তার সোর্স হিসেবেও সে কাজ করতে পারে। তবে যায় হোক না কেন তাঁকে ছাড় দেওয়া হবে না। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষিতা মেয়েটিকে মেডিক্যাল টেষ্টের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা

মেহেরপুরে পুলিশের সোর্স’র বিরুদ্ধে স্কুল ছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

মেহেরপুর সংবাদদাতা, ১৯শে জুন মেহেরপুর: মেহেরপুর জেলা শহরের তাঁতি পাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকার পুলিশের সোর্স হিসেবে পরিচিত দাউদ হোসেনের বিরুদ্ধে এ ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে নির্যাতিত মেয়েটির অভিযোগ।
অভিযুক্ত দাউদ হোসেন একই পাড়ার কাসেদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মারামারি ও চুরি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে।
ধর্ষিত মেয়েটি তাঁতি পাড়া মহিলা দাখিল মাদ্রাসার ৩য় শেণীর ছাত্রী। বাড়ি শহরের তাঁতিপাড়ায়।
এদিকে এঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তাঁতি পাড়া। ধর্ষক দাউদের বিচারের দাবীতে বিক্ষোভ করছে এলাকাবাসীরা। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় ধর্ষন মামলা হয়েছে।
জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় মেয়েটি তাঁর বড় চাচা জাহাঙ্গীরের বাড়িতে ঘুমানোর জন্য বাড়ি থেকে বের হয়। এসময় পূর্বপরিকল্পিত ভাবে প্রতিবেশি দাউদ হোসেন তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দিলে মেয়েটি তার বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। এসময় মেয়েটির মা-সহ পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তখন মেয়িটি ঘটনা খুলে বলে। এসময় মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয়। পরে তারা স্থানীয় ৩ ও ৪ নম্বর কাউন্সিলরদের মাধ্যমে মেয়েটিকে নিয়ে সদর থানায় হাজির হয় পরিবারের লোকজন।
ধর্ষিতা মেয়েটি জানায়, প্রতিবেশী দাউদ তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সারারাত ধরে ধর্ষণ শেষে সকালে ফেলে রেখে পালিয়ে যায়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দাউদ হোসেনের পরিবারের লোকজনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। সেই সুযোগ কাজে লাগিয়ে এলাকার নিরীহ তরুণ যুবকদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে মোটা অংকের বানিজ্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে অভিযুক্ত ধর্ষক দাউদের বাড়ির লোকজন ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে।
স্থানীয় কাউন্সিলর শাকিল রাব্বি জানান, অভিযুক্ত দাউদের বিচার দাবিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত দাউদ দুষ্টু প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে মারামারি, চুরিসহ কয়েকটি মামলা রয়েছে। কোন পুলিশ কর্মকর্তার সোর্স হিসেবেও সে কাজ করতে পারে। তবে যায় হোক না কেন তাঁকে ছাড় দেওয়া হবে না। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষিতা মেয়েটিকে মেডিক্যাল টেষ্টের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।