মেহেরপুর প্রতিনিধি: “ আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) এবারে ২০১৮ সালে এসএসসি-তে জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে দিক-নির্দেশনামূলক এক আলোচনা সভার আয়োজন করে। পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার সকালে গাংনী উপজেলা ও দুপুরে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৭০০জন জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীরা আলোচনা অংশ গ্রহন করে।
শিক্ষার্থীদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক লোটাস, যবিপ্রবির শিক্ষক আব্দুস সালাম, মুনসুর আলী. কুয়েট-এর শিক্ষক হামিদুল ইসলাম, মেহেরপুর জনতা ব্যাংকের কর্মকর্তা হুমায়ন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল রানা, রাকিব হুসাইন, আমিন থান্দার , ছারছেদ আহমেদ ঝন্টু রাসেল (বুয়েট), জবি-এর ছাত্র রকিবুল মাহফুজ, জাহাঙ্গীর আলম, আর্থিক সজিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিন্টু , আবুল কালাম, এহসান মজিদ মোস্তাফা , ফারজানা ফাইজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জারাফাত হোসেন সাব্বির, , সালাউদ্দিন (ওয়ার্ল্ড ইউনিভার্সিটি) , সাদ্দাম হোসেন(ড্যাফোডিল ইউনিভার্সিটি), ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী নুসরাত জাহান ঐশী
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাথী(পাবিপ্রবি), দিশা(ইডেন কলেজ), রাসিব নাহিদ(রাবি),আবু সাইদ(বিইউবিটি) ,ইনজামামুল হক তুষার(জবি)।