মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রামে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন লক্ষীকোল শাখার উদ্যোগে ২১০ জন শ্রমিকের মাঝে ঈদের নতুন কাপড় বিতরন করা হয়েছে।
বুধবার (১৩ই জুন) সকালে উপজেলার লক্ষীকোল বাজারে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল বারেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সসভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ ইয়াকুব আলী হীরা। এসময় বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, লক্ষীকোল শাখা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রধান প্রমূখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরন করেন।































