জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ঝিনাইদহে আলোচিত পাসপোর্ট দালাল ডাকবাংলার মিলন সহ ২ পাসপোর্ট দালালের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলেন-শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের ইদ্রিস আলীর ছেলে এস এম শোভন আহম্মেদ (২৭) ও হরিণাকুন্ডু উপজেলার ভূইয়াপাড়া গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে নাজমুল হাসান মিলন (২৮)। আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শহরে আরাপপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৯ হাজার টাকাসহ হাতে নাতে নাজমুল হাসান মিলন ও এস এম শোভন আহম্মেদকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
মঙ্গলবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ