দর্শনা পুরাতন বাজারে বিজিবি’র চোরাচালান বিরোধী সফল অভিযান
নিউজ ডেস্ক: দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার রুপাসহ দর্শনা কেরুজ শ্রমিক উজ্জ্বলকে (৩৩) আটক করেছে বিজিবি। আটককৃত আসামী দর্শনা কেরুজ মিলপাড়ার আলম হোসেনের ছেলে। সে কেরুজ চিনিকলের চুক্তি ভিত্তিক শ্রমিক। এসময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র সুত্রে জানা যায়, গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপ-অধিনায়ক মেজর লুৎফুর কবীরের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কোম্পানী বিজিবি’র কমান্ডার সুবেদার বারেক আলী ও হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় জোয়ানদেরকে নিয়ে চোরাচালানী অভিযান চালান দর্শনা পুরাতন বাজারের সড়কের উপর। এসময় তথ্য মোতাবেক একটি ১৫০ সিসি এ্যাপাসি মোটরসাইকেলের গতিরোধ করে বিজিবি। উক্ত মোটরসাইকেল তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকিতে চোরাকারবারীর বিশেষভাবে তৈরী ট্যাংকে লুকিয়ে রাখা স্থান হতে উদ্ধার করা হয় ১৬ কেজি ৬ গ্রাম রুপা। উদ্ধারকৃত রুপার আনুমানিক মূল্য ৮ লাখ ৬৭ হাজার ও একটি মোটরসাইকেল যার মূল্য ২ লাখ টাকাসহ মোট ১০ লাখ ৬৭ হাজার টাকার মালামাল আটক করে। আটককৃত আসামী উজ্জল কেরুজ চিনিকলের সিজেন্যাল চুক্তি ভিত্তিক কেইন কেরিয়ারের ওজনদার। তার পিতা আলম হোসেন দর্শনা কেরুজ চিনিকলের ডিষ্টিলারী বিভাগের পণ্যগারের শ্রমিক।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র উপ-পরিচালক লুৎফর কবীর আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জানতে পারি দর্শনা দিয়ে একটি রুপার বড় চালান নিয়ে চোরাকারবারী ভারতে পাঁচারের উদ্দেশ্য মোটরসাইকেলযোগে দর্শনা সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে দর্শনা কোম্পানী সদরের কমান্ডার সুবেদার বারেক আলী ও হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় জোয়ানদেরকে সাথে নিয়ে দর্শনা পুরাতন বাজারে অবস্থান নেয়। তথ্য মোতাবেক বিজিবি চোরাকারবারী উজ্জল নামের এক মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে চোরাকারবারীর ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকির নিচে অভিনব কায়দায় তৈরী ট্যাংকি থেকে ৮ লাখ ৬৭ হাজার টাকার মূল্য মানের ১৬ কেজি ৬ শ’ গ্রাম রুপা উদ্ধার করে। সেই সাথে চোরাকারবারীর ব্যবহৃত ২ লাখ টাকা মূল্য মানের একটি দেড়শ সিসি এ্যাপাসি মোটরসাইকেল আটক করা হয়। গতকাল রাতেই আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ