ফেন্সিডিল ও অবৈধ মালামালসহ আটক ১
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, জিন্স প্যান্ট, গেঞ্জি, থ্রীপিস, পাঞ্জাবী, শার্ট, টাইস প্যান্ট, শার্টের পিস, ওড়না, বেবি সেট ও প্যান্টের থান কাপড়সহ একজনকে আটক করেছে। জানা যায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের জোড়া বটতলা নামক স্থান থেকে মাগরিব আলীকে (৪০) ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত মাগরিব আলী দামুড়হুদার দর্শনা জয়নগর গ্রামের আজাদ আলী ছেলে। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার জয়নগর গ্রামের রাস্তার উপর থেকে ৬ পিচ ভারতীয় শাড়ী, ১৯পিস থ্রীপিচ, ৫ পিস ওড়না, ৬৬টি মূর্তির জামা সেট, ১৮টি মূর্তির জড়ির কাগজ, ৯শ’ টি মূর্তির জড়ির কাগজের ষ্টিকার এবং ২৪টি মূর্তির চুল তৈরীর রশি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার শ্যামপুর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ২১পিস শাড়ী, ৩২পিস জিন্স প্যান্ট, ২৯পিস গেঞ্জি, ১০পিস থ্রীপিস, ১৫ পিস পাঞ্জাবী, ৮পিস শার্ট, ৩পিস টাইস প্যান্ট, ৩পিস শার্টের পিস, ৮পিস ওড়না, ২টি বেবি সেট ও ৭.৮০ মিটার প্যান্টের থান কাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।