ঝিনাইদহ সংবাদাতাঃ বাসি-পচা খাবার বিক্রি ও নোংরা পরিবেশে খাবার তৈরীর করার অপরাধে ঝিনাইদহ সুইট সুপার হোটেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শংকর নন্দী হোটেল পরিদর্শণ করে নোংরা পরিবেশের সত্যতা পেয়ে আদালতে মামলাটি করেন। সেনেটারি ইন্সপেক্টর শংকর নন্দী জানান, বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইট সুপার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, বাসি-পচা খাবার বিক্রি’র খবর প্রচারিত হয়। বুধবার বিকেল পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টুর নির্দেশে হোটেল পরিদর্শণ করা হয়। এসময় বাসি-পচা খাবার বিক্রি ও নোংরা পরিবেশে খাবার তৈরীর সতত্য পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলাটি জমা দেওয়া হবে। মামলা জমা দেওয়ার পর আদালত তাদের বিচার করবে। অভিযানে ঝিনাইদহ পৌরসভা আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ, নিমাই সেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ