মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি : ‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন’ এ -স্লোগানে লক্ষীপুরে যাকাত আদায় শীর্ষক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখা আয়োজিত এ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
লক্ষীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী। সভা সঞ্চালনা করেন, জেলা সুপাই ভাইজার মাওলানা মোস্তফা কামাল।
এসময় সরকারি যাকাত ফান্ডে যাকাতের টাকা আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ