নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে থেকে প্রায় এক লক্ষাধিক টাকা মূল্যের একটি পুরাতন আকাশি সহ আরও কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে গাছটি কেটে ফেলে রাখা হয়েছে। গাছের ডালপালা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। উক্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানার সাথে সোমবার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ গাছটি কেটেছেন। আমি গাছ কাটার জন্য নিষেধ করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিকী ও বাশঁহাটি ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার তাসলিমা বেগম লিপি’র সাথে যোগাযোগ করা হলে তারা জানান সরকারী বিদ্যালয়ের জায়গার গাছ কাটার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কোন অনুমোদন নেয় নি। ইচ্ছা করলেই গাছ কাটা যায়না। শিক্ষা অফিসার বলেন, প্রধান শিক্ষককে কর্তৃত গাছটি তার সংরক্ষনে রেখে আইনের আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার বিষয়টি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারকে জানানো হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। উল্লেখ্য বর্তমানে বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত কোন কমিটি নেই। এবিষয়ে বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক মিলন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছটি অতীতে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লাগানো হয়েছিল। বর্তমানে ম্যানেজিং কমিটির লোকজন বিদ্যালয়ের স্বার্থে গাছটি কেটেছেন। তবে কোন অনুমোদন নেওয়া হয়নি।