নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ নিবশ আলী (৮১) কে একটি বয়স্ক ভাতার কার্ড দেয়ার জন্য গত ১৭ই জুন ২০১৭ সালে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীকের বরাবর সুপারিশ করেন স্থানীয় সংসদ সদস্য। দীর্ঘ এক বছর হতে চললেও হত দরিদ্র নিবশ আলীর কপালে আজ পর্যন্ত কার্ড জোটেনি। নিবশ আলী জানায়, অনেক বার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি,প্রথমদিকে দেওয়ার আশ্বাস দিলেও সর্বশেষ গত মার্চ মাসে চেয়ারম্যান আমাকে জানাল আমি কার্ড দিতে পারব না। দুঃখ করে বলেন “আমাকে কি চেয়ারম্যান খাওয়াইতে পারবো আল্লাহ আমাকে খাওয়াইব “চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, আমি কয়টা কার্ড দিব আরও ‘তো বয়স্ক লোক আছে, এমপি তো আরও সুপারিশ করে। বিষয়টি মেসেঞ্জার’এ সংসদ সদস্য’কে জানালে তিনি কোন উত্তর দেননি। নান্দাইল সমাজ সেবা অফিসের তথ্য মতে চলতি অর্থ বছরে মোয়াজ্জেমপুর ইউনিয়নে ৭৬ টি কার্ড প্রদান করা হয়েছে। তবে নিবশ আলীর মত হতদরিদ্র ব্যক্তির একটি বয়স্ক ভাতার কার্ড প্রয়োজন এলাকাবাসী মনে করেন।
মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ