এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম-জয়ন্তী উপলক্ষে ৯ মে বুধবার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সোনাবর দিঘী হাটখোলা প্রাঙ্গণে ভৈরবী সংগীত নিকেতন এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথের বিশালতা এবং তাঁর সৃষ্টির অপূর্ব মাধুর্যকে অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে হলে রবীন্দ্রচর্চার বিকল্প নেই। রবীন্দ্রনাথকে আমাদের দৈনন্দিন জীবনে এক অপরিহার্য অবলম্বন উল্লেখ করে তিনি বলেন, জীবনের আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে রবীন্দ্রনাথ বাঙালির পরম আশ্রয়। তিনি আমাদের আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথ মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর শিল্পীসত্ত্বা ও মানবসত্ত্বা ঐক্য ও সম্প্রীতির আভায় সমুজ্জ্বল। জগৎ-সংসারকে গভীরভাবে জানতে তরুণ প্রজন্মদের রবীন্দ্র সাহিত্য চর্চা করতে হবে। রবীন্দ্রচেতনার আলোকে সাম্য ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে এ কামনাও করেন তিনি।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন আলম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক ও সভাপতি আব্দুল হাই ও মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানটির পরিচালনা করেন লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক।